সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

এনটিপিসি মোড় সংলগ্ন রাস্তায় চলার দায় হয়ে উঠেছে

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:৪১ পিএম, ৭ ডিসেম্বর ২০২০ সোমবার

অভিজিৎ মন্ডল,ফরাক্কা:-এনটিপিসির ছায়পুকুর এর ছায় নিয়ে কয়েকশো গাড়ি প্রত্যেকদিন চলাচল করে ৮০নম্বর ও ৩৪নম্বর জাতীয় সড়ক এর সংযোগ কারি রাস্তা দিয়ে।রাস্তার দুই পাশে আছে অনেক দোকান ও জনবসতি যা এনটিপিসি মোড় নামে পরিচিত।এই রাস্তা দিয়েই  বিভিন্ন জায়গায় যায় এই ছায় ভর্তি গাড়িগুলি ।এই ছায় দিয়ে ঢেকে যাচ্ছে দোকানদার থেকে পথচলতি মানুষজন।ছায়এ ভরে যাচ্ছে এলাকা।বাড়ছে পরিবেশ দূষণ।দোকানদার থেকে পথচলতি মানুষের দীর্ঘদিনের এই সমস্যা।দোকানদারদের অভিযোগ এইভাবে চলতে থাকলে আমাদের প্রচুর সমস্যা হচ্ছে শ্বাসকষ্ট থেকে শুরু করে হার্টের সমস্যা দেখা দিচ্ছে।ছায় এর ভয়ে মানুষজন রাস্তায় বাড়াতে ভয় পাচ্ছে।ফলে মার খাচ্ছে ব্যাবসা।এছাড়া এই রাস্তা দিয়ে অনেক ছাত্র ছাত্রীরা চলাচল করে।এই ব্যাপার নিয়ে আমরা ফরাক্কা প্রশাসনের সঙ্গে অনেকবার কথা বলেছি।কিন্তু তার কোনো সমাধান হয়নি।এই রাস্তার উপর দিয়ে দু'বেলা জল দেওয়া হলেও তার কোনো লাভ হয় না।যে পরিমাণে জল দেয়া হয় সেই জল রাস্তায় পড়া মাত্রই কিছুক্ষণ পর জল শুকিয়ে যায়।দোকানদারদের দাবি এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন কয়েকশো ছায় এর অভারলোড গাড়ি যাতায়াত করে।এই ছায় গাড়িগুলি যদি ঠিক মতন ভাবে ঢেকে,সাবধানে ও নিজের পরিমান মতো মাল নিয়ে যায় তাহলে সাধারণ মানুষের কোন অসুবিধা হয় না। 

সাধারণ মানুষের বক্তব্য শোনার পরে আমরা যোগাযোগ করেছিলাম তৃণমূলের ব্লক সভাপতি ইজারাত আলীর সঙ্গে।তিনি জানান এই সমস্যা দীর্ঘদিনের।আমি এই ব্যাপারে অনেকবার সমস্ত প্রশাসন কে জানিয়েছি।কিন্তু কোন লাভ হয়নি।তিনি আরো বলেন এই রাস্তাদিয়ে যে ছায় যাই সেই ছায় নিয়ে অনেক সিন্ডিকেট রাজ চলে।তার ফলে সাধারণ মানুষের সমস্যা চোখেই পড়ে না প্রশাসনের।