সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্র কুয়াশাচ্ছন্ন এলাকায়

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:১৩ পিএম, ৭ ডিসেম্বর ২০২০ সোমবার

নিজস্ব সংবাদদাতা: পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্র কুয়াশাচ্ছন্ন এলাকায়, কুয়াশার দাপটে দক্ষিণবঙ্গে শীত উধাও, বৃষ্টির সম্ভাবনা উত্তরে। দক্ষিণবঙ্গে ছোঁয়া দিয়েই উধাও শীত! ডিসেম্বরের প্রথম সপ্তাহেও জাঁকিয়ে শীতের দেখা নেই। কুয়াশার দাপটেই দক্ষিণে আটকে শীত। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যার জেরে তাপমাত্রা নামবে। 
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় তুষারপাতের সম্ভাবনা সিকিমে। যার জেরে মঙ্গলবার থেকে উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিছুটা নামবে তাপমাত্রার পারদ। তবে কুয়াশার দাপট থাকায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। তাও ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ ৯৮ শতাংশ।
পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্র কুয়াশাচ্ছন্ন এলাকায়, কুয়াশার দাপটে দক্ষিণবঙ্গে শীত উধাও, বৃষ্টির সম্ভাবনা উত্তরে। দক্ষিণবঙ্গে ছোঁয়া দিয়েই উধাও শীত! ডিসেম্বরের প্রথম সপ্তাহেও জাঁকিয়ে শীতের দেখা নেই। কুয়াশার দাপটেই দক্ষিণে আটকে শীত। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যার জেরে তাপমাত্রা নামবে। 
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় তুষারপাতের সম্ভাবনা সিকিমে। যার জেরে মঙ্গলবার থেকে উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিছুটা নামবে তাপমাত্রার পারদ। তবে কুয়াশার দাপট থাকায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। তাও ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ ৯৮ শতাংশ।