শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ দাবি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ৬ ডিসেম্বর ২০২০ রোববার

মালদাঃ- পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ  চুক্তিভিত্তিক বিদ্যুৎ কর্মী সমন্বয় মঞ্চ সংগঠনের পক্ষ থেকে রবিবার দুপুরে হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের একটি বেসরকারী লজে মালদা জেলার সকল  সাব সেন্টার ও বিদ্যুৎ দপ্তর অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, বেতন বৃদ্ধির, চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ  দাবিসহ বেশ কিছু দাবি নিয়ে এদিন আইহো একটি বেসরকারী লজে প্রস্তুতি সভা ও আলোচনা সভা করা হয় । চুক্তিভিত্তিক বিদ্যুৎকর্মী সমন্বয় মঞ্চের পক্ষ থেকে গোটা রাজ্যের অস্থায়ী কর্মীদের নিয়ে আগামী ১৪ ই ডিসেম্বর বিদ্যুৎ দপ্তর এর সামনে জমায়েত হওয়া ও ডেপুটেশন কর্মসূচি করা হবে। সেই মতে রবিবার দুপুরে হবিবপুর সাব সেন্টারের আইহো বেসরকারি লজে তাদের দাবি, বেতন বৃদ্ধি সহ সকল অস্থায়ী, স্থায়ীকরন করতে হবে সহ বিভিন্ন দাবি নিয়ে আলোচনা ও প্রস্তুতি সভা করা হয়।আলোচনা শেষে আইহো লজ থেকে একটি মিছিল বের করা হয় সেখান থেকে  আইহো স্যান্ড পর্যন্ত এসে শেষ হয়।