সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

গোসাইগাওঁ এর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উদ্ধার অস্ত্রভাণ্ডার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:০১ পিএম, ৬ ডিসেম্বর ২০২০ রোববার

জ্যোতির্ময় ভৌমিক বঙাইগাঁও , অসম :---মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের গোসাইগাওঁ আগমনের প্রাকমুহূর্তে গোসাইগাওঁ এর ভারতভুটান সীমান্ত লাগোয়া চোরাইবিল এ উদ্ধার অস্ত্র ভান্ডার ।জানা গেছে কোকরাঝাড় জেলার চোরাইবিল সীমান্ত পলিশফাঁড়ি সংলগ্ন রিপু সংরক্ষিত বনাঞ্চলের ৮ নম্বর নালার নিকট বি টি সি নির্বাচন এবং মুখমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কোঁকড়াঝাড় আগমনের পূর্বে বিপুল অস্ত্র ভান্ডারের হাদিস পেলো পুলিশ ।পুলিশ , এস এস বি এবং সি আর পি এফ বাহিনীর যৌথ অভিযান উদ্ধার প্রচুর মরনাস্ত্র ।আজ বিকেলে কোঁকড়াঝাড় পুলিশ সুপার রাকেশ রৌশন এক সাংবাদিক বৈঠক করে বলেন যে উদ্ধার হওয়া মরনাস্ত্র গুলির মধ্যে একে -৫৬ রাইফেল দুইটি , পাইপ গান দুইটি , ৭.৬৫ এম এম পিস্তল ৭ টি , বিহার এ তৈরি দেশি পিস্তল ৩টি , চিনে তৈরি হ্যান্ডগ্রেনেড একটি , হাতে তৈরি গ্রেনেড দুইটি , বতল বম্ব ৩ টি ম্যাগজিন ২৬ টি , ৭.৬২ এম এমের গুলী ১০৮ টি , ৭.৬৫ এম এম এর গুলী ৪৪ টি।নাইন এমের গুলী ৪ টি এবং ৫.৫৬ এমের গুলী ৬ টি , খালি কার্তুজ উদ্ধার হয়েছে ১১৫ টি ।এক গোপন তথ্য এর ভিত্তি করে চলে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযান ।তিনি বলেন বি টি সি নির্বাচনের সঙ্গে এই অস্ত্র ভান্ডারের উদ্ধারের কোনো যোগ সূত্র খুঁজে পাওয়া যায়নি ।অস্ত্র উদ্ধারের পেছনে প্রকৃত পক্ষে করা জড়িত এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত অব্যাহত। বি টি সি নির্বাচন ঘিরে নিরাপত্তা বেবস্তা জোরদার করা হইয়াছে। উল্লেখ্য আগামী সোমবার  সর্বানন্দ সোনোয়াল কোঁকড়াঝাড় এ দুটি নির্বাচনে জন সভায় অংশ গ্রহণ করবেন।তার আগেই বি টি সি তে অস্ত্র উদ্ধারএর ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।