সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদায়ী ম্যাচে অধিনায়ক থাকছেন ‘রুনি’  

স্পোর্টস ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার

 

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া আরও ১৫ মাস আগে। গেলো বছর আগস্টেই জাতীয় দলের হয়ে বুটজোড়া তুলে রাখেন সাবেক ইংলিশ অধিনায়ক ওয়েন রুনি। তবে সামনের সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের সাথে প্রীতি ম্যাচ খেলতে আবারও ইংল্যান্ড দলে ডাকা হয়েছে এই ইংলিশ কিংবদন্তিকে। 

মূলত যুক্তরাষ্ট্রের সাথে এই প্রীতি ম্যাচ আয়োজন এক বিশেষ কারণেই। ‘ওয়েন রুনি ফাউন্ডেশন’ এর জন্য তহবিল জোগাড় করতেই বিশেষ এ প্রীতি ম্যাচ আয়োজিত হতে যাচ্ছে। এদিকে ইংলিশ ফুটবল ফেডারেশনও চাচ্ছে শেষবারের মত তাদের সাবেক অধিনায়ককে বিদায় জানাতে।  

তবে এ ঘটনা নিয়ে বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে ফুটবল মিডিয়ায়। অবসর নেওয়া একজন খেলোয়াড়কে কেনো আবার জাতীয় দলের ডাকা হবে? যদিও ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট নিশ্চিত করেছেন রুনিকে শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় হিসেবেই নামানো হবে। আর বর্তমান ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন রুনির সাথে আবার খেলার জন্য তিনি মুখিয়েই আছেন। 

তবে রুনি যদি মাঠে নামেন কার হাতে থাকবে অধিনায়কের আর্মব্যান্ড? টটেনহ্যাম স্ট্রাইকার কেইনকে এই প্রশ্ন করা হলে কেইন জানান, ‘অবশ্যই সে (রুনি) এটা পাবে। আমি যখন জাতীয় দলের হয়ে অভিষিক্ত হই তখন সে এই দলের অধিনায়ক ছিল। সে ইংলিশদের হয়ে সেরা একজন খেলোয়াড়ের পাশাপাশি ভালো একজন অধিনায়কও ছিল। যখন সে মাঠে নামবে, অবশ্যই অধিনায়কের আর্মব্যান্ড তার হাতেই থাকবে।’ 

এসএইচএস