দিল্লির কৃষক আন্দোলনকে অভিনন্দন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০১:১৫ পিএম, ৩০ নভেম্বর ২০২০ সোমবার
অরিজিৎ মাইতি, পূর্ব মেদিনীপুরঃ কেন্দ্রের বিজেপি সরকারের সর্বনাশা কৃষি ও কৃষক ধ্বংসকারী কালা আইন প্রত্যাহারের দাবিতে দিল্লিতে বিক্ষোভকারী কৃষকদের উপর বর্বর অত্যাচারের প্রতিবাদে ধিক্কার মিছিল সংগঠিত হল এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের কৃষক সংগঠন অল ইন্ডিয়া কিষাণ ও ক্ষেতমজদুর সংগঠন (এ আই কে কে এম এস)-এর উদ্যোগে তমলুকে।
এদিন সকালে মানিকতলা মোড়ে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ থেকে হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম মুর্তির পাদদেশ পর্যন্ত মিছিল হয়। সর্বনাশা কৃষি ও কৃষক ধ্বংসকারী কালা আইন প্রত্যাহারের দাবিতে দিল্লিতে বিক্ষোভকারী কৃষকদের অভিনন্দন জানান সংগঠনের সদস্যরা। সাথে সাথে আন্দোলন দমনের রাষ্ট্রীয় সন্ত্রাস চালানোর প্রতিবাদে, দিল্লির কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে,কৃষি আইন বাতিলের দাবীতে আগামী ৩ রা ডিসেম্বর দেশব্যাপী কিষাণ সংহতি দিবস পালন হবে, বলে জানান সংগঠনের নেতৃত্বরা।
কর্মসূচিতে নেতৃত্ব দেন, এআই কে কে এম এস- এর পক্ষে প্রনব মাইতি, শম্ভু মান্না প্রমূখ।