গণ ভাইফোঁটা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:০৮ পিএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাঁটা । সোমবার ভাইফোঁটা বাঙ্গালী সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ। বছরের পর বছর ভাইফোঁটা চলে আসছে। এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে ভাইয়েরা। ভায়েদের জন্য চলে বোনেদের মঙ্গল কামনা। এই সম্পর্কের বাতাবরণ কে শক্তিশালী করতে গণ ভাইফোঁটার আয়োজন করা হয়।পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু'নম্বর ব্লকের রাউতাড়া সবুজ সংঘ সংঘের উদ্যোগে প্রায় ৫০০ জন পথচারীকে ভাইফোঁটা দেওয়া হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভূগোল বইয়ের লেখক গোরাচাঁন্দ দাস, বিশিষ্ট সমাজসেবী দেবব্রত দাস অধিকারী, সমাজসেবী দূর্গাপদ পাহাড়ী প্রমূখ। ক্লাবের সম্পাদক জানান, আমাদের মূল লক্ষ্য যে সমস্ত ভাইয়েদের বোন নেই তাদের বোন উপহার দেওয়া।