সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রাচীন ঐতিহ্যবাহী পুজো

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ১৫ নভেম্বর ২০২০ রোববার

মালদা -জেলার কালিয়াচক থানার  গোলাপগঞ্জের প্রাচীন ঐতিহ্যবাহী পুজো উৎসব হিসেবে বুড়ি কালী পূজা এক দর্শনীয় স্থান হিসেবে দাঁড়িয়েছে পুরো মালদা জুড়ে। ইংরেজ আমল থেকে হয়ে আসছে মায়ের এই পুজো। অনুমানিক প্রায় দেড়শ বছরেরও বেশি ধরে হয়ে আসছে বুড়ি কালী মায়ের পুজো। বহু দূর দূরান্ত থেকে মানুষের এই পুজোতে আগমন ঘটে।মা এর বারো হাতের মূর্তি তৈরি হয় এবং দিনে দিনে এই পুজো হয়ে সন্ধ্যার মধ্যে সমাপ্তি ঘটে। জাগ্রত মা কালী হিসাবে ছড়িয়ে পড়েছে দূর থেকে দুরান্তে। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতির ফলে সেইভাবে জাঁকজমক ভাবে পূজো না হলেও সরকারি নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাক্স ব্যবহার করে চলছে  মায়ের পূজো। এই পুজোর পৌরোহিত্য বহু বছর ধরে করেছিলেন যামিনী কান্ত মিশ্র। বর্তমানে তার ছেলে স্বপন মিশ্র পূজার পৌরোহিত করে আসছেন, উনার কাছ থেকে জানতে চাইলে তিনি জানান, অমাবস্যা তিথি ছাড়ার পরে দিন শুরু হয় মা বুড়ি কলির বিশাল পুজো। এই পুজো আমাদের বংশ পরস্পরায় করে আসছি।মায়ের কাছে বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে তাদের কামনা বাসনা পূরণ করে যাচ্ছে।