আসাম রাজ্যের করিমগঞ্জ হাসপাতালে অনুদান সচিন তেণ্ডুলকরের
দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:২৪ পিএম, ১৫ নভেম্বর ২০২০ রোববার | আপডেট: ০৬:২৪ পিএম, ১৫ নভেম্বর ২০২০ রোববার

করিমগঞ্জ জেলার মাকুন্দা চ্যারিটেবল হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি দান করলেন সচিন তেণ্ডুলকর। শিশু চিকিৎসায় ব্যবহৃত হওয়া বিভিন্ন যন্ত্রপাতি পাঠিয়েছেন দেশের ক্রিকেট আইকন। এগুলি মূলত পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট এবং নিও ন্যাটাল কেয়ার ইউনিটে ব্যবহার করা হবে। এর ফলে দুঃস্থ পরিবার থেকে আসা প্রায় ২০০০ শিশুদের চিকিৎসা পরিষেবা প্রদানে সুবিধা হবে।
মাকুন্দা হাসপাতালের পেডিয়াট্রিক সার্জন ড. বিজয় আনন্দ ইসমাইল এ জন্য সচিন তেণ্ডুলকরকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, এখন থেকে শিশুদের অনেকটাই উন্নত চিকিৎসা প্রদান করা সম্ভব হবে।