দুঃস্থ বৃদ্ধ-বৃদ্ধাদের শীতবস্ত্র বিতরণ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:১৭ পিএম, ১৫ নভেম্বর ২০২০ রোববার
অরিজিৎ মাইতি,পূর্ব মেদিনীপুরঃ শীতকাল মানেই হার কাঁপানো ঠান্ডায় নাজেহাল অবস্থা অবস্থায় পড়তে হয়। সাধারণ মানুষদের। সবথেকে বেশি সমস্যায় পড়তে হয় দুঃস্থ বয়স্কদের।তাই দুঃস্থ বৃদ্ধ-বৃদ্ধাদের ঠান্ডার হাত থেকে সামান্য মুক্তি দিতে শীতবস্ত্র বিতরণ ও এলাকার মানুষকে সচেতনত করার জন্য একটি স্টলের আয়োজন করা হয়। নন্দকুমারের পাশে আছি বন্ধু গ্রুপের যুবকরা।
রবিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত বহিচবেড়িয়া গ্রামে ৭০জন দুঃস্থ বয়স্কদের শীতবস্ত্র তুলে দেওয়া হয়। আমফানের প্রভাব ও কোভিড পরিস্থিতিতে পড়ে, গ্রামাঞ্চল এলাকায় দুঃস্থ পরিবার গুলো এখন আর্থিক সমস্যার দিন কাটাচ্ছেন। সেই সব পরিবার গুলো বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধাদের হাতে শীতবস্ত্র তুলে দেন। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী সত্যপ্রসাদ ব্যানার্জী, চকচাঁদপোতা গ্রামের পঞ্চায়েত সদস্য গোবিন্দ সামন্ত, ডঃ রফিকুল ইসলাম, বহিচবেড়িয়া গ্রামের পঞ্চায়েত সদস্য সেক আবরার আলি, তপন মাইতি, মদন গুছাইৎ, ডঃ রফিকুল ইসলাম, সেক জালালউদ্দিন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পাশে আছি বন্ধু গ্রুপের এই কর্মকাণ্ডকে কুর্নিশ জানিয়েছেন এলাকাবাসী।
গ্রুপের পক্ষ থেকে শ্রীকৃষ্ণ মাইতি জানান, শীতে অনেক মানুষ কষ্ট পান। শীতবস্ত্র না থাকায় অসুস্থ হয়ে পড়েন। এমনকি গ্রামের বেশিরভাগ মানুষ অর্থাভাবে শীতের সামগ্রী কিনতে পারেন না। তাই আমরা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। সেই সাথে এলাকার বিশিষ্ট মানুষজন আমাদের এই উদ্যোগে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন।