মুসলিম ভক্তের দেওয়া কাঠ দিয়েই কালীপূজার মহাযজ্ঞ হয় রাজনগরে
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:০৪ পিএম, ১৪ নভেম্বর ২০২০ শনিবার
সারা দেশে যখন সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুন্ন হচ্ছে তখন বীরভূমের রাজনগরে দেখা গেল এক অন্য চিত্র। হিন্দু মুসলিম এক সাথেই পালন করছেন কালী পূজা। স্থানীয় এক মুসলিম ভক্তের দেওয়া কাঠ দিয়েই কালীপুজোর মহাযজ্ঞের আয়োজন করা হয় রাজনগরের মালিপাড়ার সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। প্রায় সাড়ে চার শত বছর পূর্বে রাজনগরের বীর রাজার সময় থেকেই এ পূজা চলে আসছে। বীররাজার আদেশে সেসময় ইলামবাজারের দেইপুর থেকে পূজার জন্য সেবায়েত আনা হয়। সেই সেবাইতের বংশধররা এখনো সিদ্ধেশ্বরী কালী মন্দিরের কালীপুজো করে আসছেন । এই কালীপূজোয় হিন্দু-মুসলিম সকলেই অংশ নেন। কালী পূজার সময় সম্প্রীতির এক মিলন ক্ষেত্র তৈরি হয় এই মন্দির প্রাঙ্গণ। এলাকার এক মুসলিম ভক্ত দেবীর অলংকার দান করেছেন। এমনকি এক মুসলিম ভক্তের দেওয়া কাঠ দিয়েই বহু বছর ধরে পুজোর মহাযজ্ঞ আয়োজিত হয়ে আসছে, বলে জানিয়েছেন বর্তমান সেবাইত পূর্ণ চক্রবর্তী ও শীতল চক্রবর্তী।