সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চ্যাম্পিয়ন্স লিগে রাতে জুভেন্টাস-ইউনাইটেড লড়াই 

স্পোর্টস ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৫:১৬ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার

 

চ্যাম্পিয়ন্স লিগের খেলায় বুধবার দিবাগত রাতে মাঠে নামছে জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেড। ইতিমধ্যেই শেষ ষোল নিশ্চিত করে ফেলা জুভেন্টাস, তুরিনে আজ হোসে মৌরিনহোর ইউনাইটেডকে আতিথেয়তা দিবে।  খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ২.০০ টায়।  

গ্রুপ পর্বের ম্যাচে প্রথম দেখায় ওল্ড ট্র্যাফোর্ডে পাওলো দিবালার একমাত্র গোলে জয় পায় জুভেন্টাস। ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ইতিমধ্যেই পরবর্তী পর্ব নিশ্চিত করলেও বেশ সুবিধাজনক অবস্থানে নেই ইউনাইটেড। দলে ধারাবাহিক পারফর্মেন্সের অভাবে প্রিমিয়ার লিগে ৭ম স্থানে আছে র‍্যাশফোর্ড-পগবারা। চ্যাম্পিয়ন্স লিগেও হতাশাজনক পারফর্ম করে যাচ্ছে তারা। তাই পরবর্তী পর্বে যেতে হলে আজ জয় চাই অল-রেডসদের। 

তবে ইনজুরির কারণে আজ মাঠে নাও দেখা যেতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার রোমেলু লুকাকুকে। ইউনাইটেড বস হোসে মৌরিনহো নিজেই নিশ্চিত করেছেন এই তথ্য। ৩ ম্যাচ খেলে ১ জয়, ১ ড্র ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ 'এইচ' এর পয়েন্ট টেবিলের ২য় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
 
এদিকে চ্যাম্পিয়ন্স লিগে আজ মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদও। মৌসুমটা শুরু থেকেই বেশ বাজে চলছিল রিয়াল মাদ্রিদের জন্য। আর অন্তর্বর্তীকালীন কোচ সান্তিয়াগো সলারির জন্য এটিই হতে যাচ্ছে প্রথম  চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ। দলের দায়িত্ব নিয়ে টানা দু' ম্যাচে জয় পেলেও, আজকেই বোঝা যাবে ঠিক কতটুকু উন্নতি হয়েছে দলের পারফর্মেন্সে। দোসান এরেনায় ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে রামোসরা মাঠে নামছেন ওই একই সময়ে। 

এসএইচএস