কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে জেলায় শিশু দিবস উদযাপন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ১৪ নভেম্বর ২০২০ শনিবার
ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর ১৩১ তম জন্ম উপলক্ষ্যে শিশু দিবস উদযাপন করল কাজলা জনকল্যাণ সমিতি। প্রতিবারের ন্যায় এবার কিন্তু সরাসরি কোন অনুষ্ঠান সেভাবে করা যায়নি কোভিড-১৯ মহামারীর জন্য। কোভিড বিধি মেনে আজ সকাল ৯টায় কাজলা জনকল্যাণ সমিতির মূল প্রাঙ্গনে পণ্ডিত জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করে ও "আমাদেরলেখা" নামক শিশু পত্রিকা এবং দেওয়াল পত্রিকা "প্রতিধ্বনি" প্রকাশের মাধ্যমে শুভারম্ভ হয়। এরপর দক্ষিণ ২৪ পরগনায় সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত এবং পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় একসাথে সকাল ১১.৩০টা থেকে দুপুর ২.০০টা পর্যন্ত "জুম কল"এর মাধ্যমে শিশু অধিকার, শিশু সুরক্ষায় সরকারি পরিষেবা, করোনা মহামারীর ফলে দীর্ঘ সাড়ে সাতমাস স্কুল বন্ধ থাকার জন্য শিশুমনে কি প্রভাব পড়েছে, ইত্যাদি বিষয়ে আলোচনা ও প্রশ্নোত্তরের আয়োজন করা হয়। দক্ষিণ ২৪ পরগনা জেলার জন্য "জুম কল" এর আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মগরাহাটের অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক শ্রী তারকনাথ মল্লিক, চকোপরণ কাটাখালী বেলোমনি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতী শিখা মুখার্জী ও মোহনপুর কেকেজিসি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক নির্মল কুমার জানা, প্রমুখ। পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার জন্য "জুম কল" অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার শিশু সুরক্ষা আধিকারিক শ্রীমতী সারদা গিরি, পারুলিয়া মডার্ণ হাই স্কুলের প্রধান শিক্ষক ড: অনুত্তম পরিয়ারী, কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শ্রী স্বপন পন্ডা, প্রমুখ। তিনটি জেলায় দুটি "জুম কল"এ অংশগ্রহণ করেছিল দুইশতাধিক কিশোর কিশোরী ও ছাত্র ছাত্রী এবং অভিভাবকগণ। দুটি জেলার আলোচনা থেকে শিশু কিশোর ও সম্মানীয় অতিথিদের আলোচনায় উঠে আসে যে স্কুল বন্ধ থাকায় শিশু ডিপ্রেশনের মধ্যে রয়েছে, অধিকাংশেরই এ্যান্ড্রয়েড মোবাইল নাই ফলে স্কুল কর্তৃপক্ষ অনলাইনের মাধ্যমে শিক্ষার আয়োজন করলেও প্রত্যন্ত গ্রামাঞ্চলে তা ফলপ্রসূ হয়নি।তাছাড়া এই সময়ে বাল্যবিবাহ তুলনামূলকভাবে বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আলোচক গণ শিশুদের বেশি পরিবারের লোকজনের সঙ্গে সময়কাটানোর পরামর্শ দেন এবং নিজেকে পড়াশুনার মধ্যে যুক্ত রাখার জন্য যে যে শ্রেণীতে পড়াশুনা করে তার আগের শ্রেণীর বইপত্র বেশি বেশি করে পড়াশুনার পরামর্শ দেন। এছাড়া বাড়িতে থেকে বিভিন্ন সৃজনশীল কাজে নিজেদের যুক্ত রাখার পরামর্শ দেন। কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করেন আগামী ২০শে নভেম্বরের মধ্যে শিশু সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জুম কল বা ওয়েবিনার এর আয়োজন করা হবে। আগামী দিনে এই ধরনের অনুষ্ঠানে যাতে সবাই অংশগ্রহণ করে তারজন্য আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠানগুলি সুচারুভাবে পরিচালনা করেন কাজলা জনকল্যাণ সমিতির কো অর্ডিনেটর বিবেকানন্দ সাহু।