সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কচ্ছপ উদ্ধার করে জলাশয়ে ছাড়লো সোনামুখী বনদপ্তর

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:২৪ পিএম, ১৪ নভেম্বর ২০২০ শনিবার

আব্দুল হাই, বাঁকুড়াঃ - একটি দু কেজি ওজনের কচ্ছপ উদ্ধার করে জলাশয়ে ছাড়লো সোনামুখী বনদপ্তরের আধিকারিকরা ।

বনদপ্তর সূত্রে জানতে পারা যায় ,  সোনামুখী থানার রাধামোহন পুর পঞ্চায়েতের বোন্দলহাটি গ্রামের জগত মোহন দে নামে এক ব্যক্তি সোনামুখী বনদপ্তরে খবর দেন এবং বনদপ্তরের আধিকারিকরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় এবং কচ্ছপটিকে উদ্ধার করে সোনামুখী বনদপ্তরে নিয়ে আসেন ।
সোনামুখী বনাধিকারিক দয়াল চক্রবর্তী জানান , আমরা কচ্ছপটিকে প্রাথমিক  ভাবে পর্যবেক্ষণে রেখেছি এবং কচ্ছপটি সুস্থ রয়েছেন । উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ মতো আমরা কচ্ছপটিকে কোন নিরাপদ জলাশয়ে ছেড়ে দেবো । সাধারণ মানুষদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন এই মুহূর্তে কচ্ছপের সংখ্যা ক্রমেই কমছে তাই কেউ কচ্ছপ ধরলে সঙ্গে সঙ্গে বনদপ্তরে খবর দেবেন । কচ্ছপ ধরা এবং তার মাংস বিক্রি করা বা খাওয়া আইনত অপরাধ । এবং কেউ এই ধরনের ঘটনা ঘটালে তার আইন অনুযায়ী জেল ও জরিমানা দুটোই হবে ।