সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফের দেখা গেল পাঁশকুড়া থানা পুলিশের মানবিক মুখ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:২৯ এএম, ১৪ নভেম্বর ২০২০ শনিবার

এক ভবঘুরে গত কয়েক দিন আগে আহত অবস্থায় রাতুলিয়া সংলগ্ন রাস্তার ধারে পড়েছিল। কেউ উদ্যোগ নিয়ে এগিয়ে আসেনি হাসপাতলে ভর্তি করার জন্য।  এই ঘটনাটি পাঁশকুড়া থানার ASI আমিনুল ইসলাম এর নজরে পড়লে তিনি ওই ভবঘুরে ব্যক্তিটিকে  পাঁশকুড়া সুপার ফেসিলিটি হসপিটাল এ ভর্তি করেন এবং প্রয়োজনীয়  নতুন জামা কাপড় প্রদান করেন।ভবঘুরে ব্যক্তিটির নাম সুফল সেন, তিনি বলেন তার কাছ থেকে টাকাপয়সা ছাড়িয়ে নেয়া হয় এবং এবং লাঠি দিয়ে আঘাত করা হয়,কে বা কারা আঘাত করেছে সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলতে পারেননি।  এখন তিনি অনেকটাই সুস্থ, এছাড়াও তার কাছ থেকে জানা যায়  নির্দিষ্ট কোন জায়গায় তার বাসস্থান নেই, তিনি আগে তমলুকে থাকতেন এবং তিনি ঘুরতে ঘুরতে মেছোগ্রাম এসে পড়েন এবং রাত্রে যাওয়ার পথে টাটা সুমো এসে ধাক্কা মারে তিনি ছিটকে পড়ে যান এবং সেই অবস্থায় তিনি গত কয়েক দিন ধরে পড়েছিলেন, পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।