আট দফা দাবিতে ডেপুটেশন মহিলাদের
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:১৪ এএম, ১৪ নভেম্বর ২০২০ শনিবার
মালদা ১০ নভেম্বর: মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের অন্তর্গত সমস্ত পঞ্চায়েতের সিএসপিরা আট দফা দাবিতে আজ বিডিও - র কাছে একটি ডেপুটেশন প্রদান করে, সারা বাংলা সিএসপি সংগঠন ( আনন্দধারা ) মালদা জেলা শাখার তরফ থেকে এই ডেপুটেশন প্রদান করা হয়, আট দফা দাবিগুলি হলো চুক্তিপত্র বাতিল করে স্থায়ীকরণ করতে , সিএসপিদের প্রতিমাসে বেতন দিতে হবে,মাসিক বেতন ২০ হাজার টাকা করতে হবে,সিএসপিদের বেতন সরাসরি তাদের এক্যাউন্টে দিতে হবে, অসুস্থকালীন এবং মাতৃত্বকালীন ছুটি সহ আরোও বেশ কিছু দাবি | হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের অন্তর্গত সংঘের মহিলারা একটি মিছিল করে এসে এই ডেপুটেশন প্রদান করেন,দাবিগুলো উর্ধতন কর্তৃপক্ষের পাঠানোর আশ্বাস দিয়েছেন ব্লক উন্নয়ন আধিকারিক |
শবনম খাতুন নামে এক সিএসপি এই প্রসঙ্গে বলেন, " এতদিন আমরা আশায় ছিলাম আমাদের জন্য কিছু ব্যবস্থা করা হবে কিন্তু হয়নি,তাই নিজেদের দাবি আদায় করতে আজ ডেপুটেশন দিলাম, ভবিষ্যতে এবং জেলায় যাবো এবং চাইবো সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে যাতে আমাদের দাবি রাখতে পারি | "
হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের বিডিও অনির্বান বসু জানান, " এই দাবিগুলি বিবেচনা করার এক্তিয়ার আমার হাতে নেই, উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো যাতে উনারা সুবিচার পান | "
উল্লেখ্য,গ্রামে গ্রামে সংঘের মহিলারা গরিব মহিলাদের শিক্ষিত এবং স্বনির্ভর করার উদেশ্যে বিভিন্ন কাজ করেন |