সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভার্চুয়াল সভার মধ্যে দিয়ে স্কলারশিপ বিতরণ এবং সংবর্ধনা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:১১ এএম, ১৪ নভেম্বর ২০২০ শনিবার

মালদা: পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন এবং বিত্ত  নিগমের উদ্যোগে মেধা ছাত্র-ছাত্রীদের ভার্চুয়াল সভার মধ্যে দিয়ে স্কলারশিপ বিতরণ এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। মালদা জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের।  জানা যায় গোটা রাজ্য ১০২ দুজন মেধা ছাত্র-ছাত্রীদের হাতে স্কলাশিপ তুলে দেওয়া হচ্ছে। এই বিষয়ে অতিরিক্ত জেলা শাসক বিকাশ সাহা জানান গোটা রাজ্যে 102 জন ছাত্র-ছাত্রী হাতে স্কলারশিপপ তুলে দেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে মালদা জেলার ২১ জন ছাত্র-ছাত্রী। উচ্চমাধ্যমিক আলিম এবং মাদ্রাসা বোর্ডের ছাত্র-ছাত্রীদের আজ স্কলারশিপ হিসাবে কুড়ি হাজার টাকা, একটি করে ব্যাক এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে।