শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচনকে সামনে রেখে ঋণ বিতরণ বাড়ছে

কালাম আজাদ

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৫:০৬ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঋণ বিতরণের পরিমাণ বাড়ছে। এক্ষেত্রে গত আগস্টের তুলনায় সেপ্টেম্বরেও বেসরকারি খাতে বেশি ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। সার্বিকভাবে ঋণ প্রবৃদ্ধি কমিয়ে এনে আগামী মার্চভিত্তিতে ব্যাংকগুলোকে এডিআর (অ্যাডভান্স-ডিপোজিট রেশিও) মানার কথা থাকলেও ঋণ কমছে না। তবে বেসরকারি খাতে ঋণ কমে গেলে তা বিনিয়োগ এবং কর্মসংস্থানে প্রভাব ফেলে বলেই জানালেন বিশেষজ্ঞরা।

মুঠোফোনে যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ জাগরণকে বলেন, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হঠাৎ করে কমে যাওয়া খারাপ। ঋণ প্রবৃদ্ধি ভালো থাকলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত মার্চ প্রান্তিকে এডিআর সীমা অতিক্রম করে বেশ কয়েকটি ব্যাংক। এজন্য ব্যাংকগুলোকে চিঠিও দেয়া হয়। একইসঙ্গে ব্যাংকগুলোকে ডিসেম্বরভিত্তিতে এডিআর সীমার মধ্যে তাদের ঋণ নিয়ে আসার জন্য বলা হয়। পরে এ সময় বাড়িয়ে করা হয় আগামী বছর মার্চ পর্যন্ত।

উল্লেখ করা যেতে পারে, প্রচলিত ধারার ব্যাংকগুলোর এডিআর সীমা ৮৩ দশমিক ৫০ শতাংশ এবং শরীয়াহ্্ ভিত্তিক ইসলামী ব্যাংকগুলোর এ সীমা ৮৯ শতাংশ। অর্থাৎ প্রচলিত ধারার একটি ব্যাংক ১শ টাকা আমানত গ্রহণ করলে সেটি ৮৩ টাকা ৫০ পয়সা ঋণ ও অগ্রিম হিসেবে বিতরণ করতে পারবে; আর ইসলামী ব্যাংকগুলো ১শ টাকার মধ্যে বিতরণ করতে পারবে ৮৯ টাকা।  

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে দেখা গেছে, আগস্ট মাসে ব্যাংকগুলো বেসরকারি খাতে বিতরণ করেছে ৯ লাখ ১০ হাজার ১৬৬ কোটি টাকা। পরের মাসে ঋণ বিতরণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৯ লাখ ১৮ হাজার ৭৪৫ কোটি টাকায়। এতে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ঋণ বিতরণের পরিমাণ বেড়েছে ৮ হাজার ৫৭৯ কোটি টাকা।

কেএ/এফসি/এমটিআই