শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিডিও-‌র কাছে ডেপুটেশন দিলেন

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০৫ এএম, ১৪ নভেম্বর ২০২০ শনিবার

মালদা: বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিডিও-‌র কাছে ডেপুটেশন দিলেন বামনগোলা ব্লকের আনন্দধারা’‌র সিএসপি এবং এসসি সংগঠন। বৃহস্পতিবার ১২ দফা দাবি জানিয়ে একটি স্মারকপত্র জমা দেন। বামনগোলার বিডিও তাঁদের দাবিগুলি খতিয়ে দেখে সমাধানের আশ্বাস দেন। তাদের দাবিগুলিতে বলা হয়েছে, তাদের কাজের স্থায়ীকরণ অবিলম্বে করতে হবে। ৬৫ বছর পর্যন্ত চাকরি বহাল রাখতে হবে। মাসিক বেতন ১৫ হাজার টাকা করতে হবে। এবং মাসের বেতন মাসেই দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। ছুটি নিলে সেদিনের বেতন না কাটার আবেদন রাখা হয়েছে। সভানেত্রী রানু সিংহ বলেন, ‘‌করোনা আবহের মধ্যে আমাদের কাজ করে যেতে হচ্ছে। আমরা কেউ পিছিয়ে যাই নি। সমস্যা হচ্ছে কাজে আমাদের বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। যাতায়াত খরচ বাবদ ন্যূনতম ৫০ টাকা দেওয়া উচিৎ সরকারের। পাশাপাশি আমাদের বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ নিয়েও দাবিদাওয়া পেশ করা হয়েছে। বিডিও সাহেব আমাদের যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’‌