সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভকত পরিবারের রক্ষা কালী পুজো 100 বছরেরও প্রাচীন

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৫৯ এএম, ১৪ নভেম্বর ২০২০ শনিবার

অভিজিৎ মন্ডল,ফরাক্কা:-100 বছরেরও প্রাচীন এই পুজো কে  ফিরে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ফারাক্কা নয়নসুখ গ্রামে ।  বর্তমান সময়ে নয়নসুখের  ভগৎ পরিবার এই পুজোর দায়িত্বভার সামলান। গঙ্গা লাগোয়া এই পুজোটি বহু প্রাচীনকাল থেকে জনমানুষের জাগ্রত কালি হিসেবে পরিচিত হয়ে এসেছে। 
ভগৎ পরিবারের 86 বছরের বৃদ্ধ দ্বারিকাপ্রসাদ ভকত জানালেন  আমার দাদু নিত্যানন্দ ভকত
 1332 সালে এই পুজোর প্রতিষ্ঠা করেন। তারপর আমার বাবা ভগবান ভগৎ এই পুজোর সাথে জড়িত ছিলেন বর্তমানে আমি আমার পরিবার-পরিজন বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা এ পূজা করে চলেছি। আশেপাশের গ্রামের মানুষ এই পুজোয় আসে এবং সবাই মিলে আনন্দ করে। নিষ্ঠা সহকারে পুজো হয়  আচার নিয়ম-কানুন মেনে। এখানে কুড়ি পঁচিশটা মত বলি হয় প্রতিবারই। 86  বছরের বৃদ্ধ বলেন অনেক সময় কাল অতিক্রম করে দেখলাম  এবছর একটা ভয়াবহ রোগে সবাই যেন বিপর্যস্ত। মায়ের কাছে এটাই প্রার্থনা করব আমার গ্রামের সবাই ভালো থাকুক এবং আমার পরিবার ভালো থাকুক। 
এবার পুজোতে মণ্ডপে যাবেন আপনি এই প্রশ্নের উত্তরে ভাঙ্গা ভাঙ্গা গলায় পুরু  চশমার ফাঁক দিয়ে বছর 86 এর দ্বারিকা প্রসাদ বাবু বলেন শরীর যতই খারাপ থাকুক রক্ষা কালী ঠাকুর না দেখলে মন ভাল লাগেনা। গ্রামের সবাই আসে কথা বলে জীবন সায়াহ্নে এসে  এর থেকে  আনন্দ বা পরম প্রাপ্তি আর কিইবা হতে পারে।