শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অনিল বিশ্বাসের পাশে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৪০ পিএম, ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার

আব্দুল হাই, বাঁকুড়াঃ - ৮ অক্টোবর আচমকাই বাড়ি ভেঙে পড়াই বাবাকে বাঁচাতে গিয়ে দুই ছেলের মৃত্যু হয়। এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছিল বাঁকুড়া জেলার জয়পুর থানার রাজগ্রাম সুপুর গ্রামে ।তখন বাড়িতে সকলে ঘুমােচ্ছিেলেন আচমকাই বাড়িটি ভেঙে পড়ে। ঠিক তখনই বাবাকে বাঁচাতে গিয়ে দেয়াল চাপা পড়ে মারা যান দুই ছেলে। কোন কারণে বাবা অনিল বিশ্বাস প্রাণে বেঁচে যান। অনিল বিশ্বাস বাঁকুড়া জেলার নিখিলবঙ্গ শিক্ষক সমিতির প্রাক্তন সম্পাদক এবং পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষাপরিষধের প্রাক্তন সদস্য ।১৩ নভেম্বর অনিল বিশ্বাসের বাড়িতে যান নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইন, জেলা সম্পাদক অস্মিতা দাশগুপ্ত, প্রবীণ শিক্ষক নেতা কিরীটি মুখার্জি, জেলা সহ সম্পাদক আশিস পান্ডে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ ।অনিল বিশ্বাসের অ্যাকাউন্টে ২ লক্ষ ৭৬ হাজার টাকা জমা দেন।