মিডডে মিলের শুকনো খাবার বিতরণ স্কুলে স্কুলে
সেখ রিয়াজুদ্দিন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৩০ পিএম, ১০ নভেম্বর ২০২০ মঙ্গলবার
স্কুলে স্কুলে চলছে মিডডে মিলের শুকনো খাবার বিতরণ
।
অতিমারি করোনা ভাইরাসের কারনে দীর্ঘ কয়েক মাস যাবৎ সরকারি-বেসরকারি তথা সমস্ত বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ আছে। কিন্তু এর মধ্যে ও সরকারি নির্দেশ মোতাবেক স্কুল পড়ুয়া কচিকাঁচাদের জন্য মিডডে মিলের শুকনো খাবার বিতরণ অব্যাহত রয়েছে ।করোনা সতর্কতা অবলম্বন তথা সামাজিক দূরত্ব বজায়, মুখে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করে স্কুল পড়ুয়া কচিকাঁচাদের অভিভাবকদের হাতে অষ্টম পর্যায়ে মিডডে মিলের শুকনো খাবার বাবদ চাল,আলু,ছোলা ও সাবান তুলে দেওয়া হচ্ছে গতকাল থেকে বীরভূম জেলার বিভিন্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।, এমন ই এক চিত্র দেখা যায় বীরভূম জেলার খয়রাশোল ব্লকের বুধপুর প্রাথমিক বিদ্যালয়ে। বুধপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশিষ কুমার হাজারী একান্ত সাক্ষাৎকারে মিডডে মিলের শুকনো খাবার বিতরণ সম্পর্কে বিস্তারিত জানান।