সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডাকঘরের গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ১০ নভেম্বর ২০২০ মঙ্গলবার

গ্রাহকরা লাইনে দাড়িয়ে কিন্তু ডাক ঘরের কর্মিরা লুডু খেলতে ব্যস্ত। এমনি অভিযোগ উঠে এলো পূর্ব মেদিনীপুর জেলার পঁচেটগড় উপ ডাকঘরের কর্মিদের বিরুদ্ধে। ডিউটি চলা কালিন ডাকঘরের কর্মিরা  প্রতিদিন লুডু খেলে গ্রাহক এলে খেলায় বিলম্ব ঘটবে বলে গ্রাহক দের সঙ্গে দুর ব্যবহারের অভিযোগ এনে পোস্ট অফিসে তাল ঝোলালো গ্রাহকরা। গ্রাহকদের অভিযোগ পোস্ট অফিসে প্রতিনিয়ত লুডু খেলা হয় গ্রাহক এলে তাদের সঙ্গে কখনো কখনো কথা বলতে চাননা ডাক ঘরের কর্মিরা, কখনো আবার দূর ব্যবহার পেতে হয় গ্রাহক দের ,পরিসেবা না পেয়ে ফিরে যেতে হয় । এই পোস্ট অফিসের একজন মহিলা গ্রাহক সম্পা দাস অভিযোগ করেন আজকে আমি মেয়ের আধার র্কাডের জন্য যাই কিন্তু গিয়ে দেখি পোস্ট অফিসের কর্মিরা লুডু খেলায় ব্যস্ত,  আমার সঙ্গে কথাই বলছেন না, আমি কথা বলতে যেতে আমার সঙ্গে দূর ব্যবহার করে। দূর ব্যবহার ও পরিসেবা না পাওয়ার অভিযোগে  পোস্ট অফিসে তালা ঝুলিয়ে  বিকেলে ৩ টা থেকে  বিক্ষোভ দেখাতে  থাকে গ্রাহকরা। অবশেষে পোস্ট অফিসের কর্মিরা ক্ষমা চেয়ে ভুল শিকার করায় সন্ধ্যা ৬ টা নাগাদ বিক্ষোভ তুলে নেয় গ্রাহকরা।