ভয়াবহ রক্ত সংকটের মুখোমুখি হওয়া মানুষদের পাশে,ব্যতিক্রম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার
আব্দুল হাই, বাঁকুড়াঃ - এক ফোঁটা রক্তের অভাবে অনেক সময় মুমূর্ষ রোগীকে মৃত্যুবরণ করতে হয় ।রোগীর আত্মীয় পরিজনদের হন্যে হয়ে ঘুরে বেড়াতে হয় এ প্রান্ত অন্য প্রান্তে ।থ্যালোসেমিয়া, ক্যান্সারের মতো মারণ রোগের রোগীদের সর্বদাই রক্তের প্রয়োজন রয়েছে ।বর্তমান কঠিন পরিস্থিতিতে বাঁকুড়া ব্লাড ব্যাংকের রক্ত ঘাটতির ফলে, ভয়াবহ রক্ত সংকটের মুখোমুখি হওয়া মানুষদের পাশে দাঁড়াতে এবং ব্লাড ব্যাঙ্কের আবেদনে সাড়া দিয়ে বাঁকুড়ার ব্যতিক্রম ৭ নভেম্বর শনিবার কৃষকবাজারে এই রক্তদান শিবিরের আয়োজন করে ।এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবিরে অনেকেই জীবনে প্রথমবার রক্তদান করেন। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট ৬১ জন রক্তদান করেন। এর মধ্যে ১২ মহিলা ও ৪৯ জন পুরুষ রক্তদান করেন। ব্যাতিক্রম এর কর্মীরা বলেন, ভয়াবহ রক্ত সংকটের মুখোমুখি হওয়া মানুষ গুলো পাশে দাঁড়াতে এবং ব্লাড ব্যাঙ্কের আবেদনে এক জরুরি ভিত্তিতে রক্তদান শিবিরের আয়োজন। কর্মীরা আরো বলেন আমরা সারা বছর মানুষের পাশে থাকি এবং আগামী দিনেও থাকবো।