ফারাক্কায় কালী পুজোর মন্ডপে করোনার থিম
অভিজিৎ মন্ডল, ফারাক্কা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:১৩ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার
ফরাক্কা:-আর হাতে গুনা কিছু দিন বাকি বিভিন্ন রঙে আলোকিত হবে রাজ্য থেকে দেশ সমস্ত এলাকা কারণ কয়েকদিন পর কালী পূজো, এবার জেহিত করোনার প্রভাব তাই মানুষকে সচেতন করতে ফরাক্কা মিডিয়াম ক্লাবের থিম করোনার সচেতন বাত্রা পূজো প্যান্ডেলের পুরো গায়ে থাকছে বড়বড় ব্যানার,ক্লাবের কতৃপক্ষ বিশ্বনাথ দাস জানান প্রশাসনিক সমস্ত নিয়ম মেনে আমরা এই বছরও পূজো করছি আমাদের এই পূজো 33বছরে পদার্পন করলো এই বছর আমাদের পূজোর বাজেট প্রত্যেক বছরের তুলনায় কম, ফরাক্কায় কালী পূজো হয় জমজমাট বাইরে থেকে অনেক দর্শনাথী এখানে প্রতিমা দর্শন করতে আসেন এই বছর করোনার প্রভাব তাই ভিড় সামলানোর জন্য ক্লাবের সমস্ত মেম্বাররা সচেতন করবেন তাছাড়া যে সকল দর্শনাথীমাস্ক ছাড়া প্রতিমা দর্শন করতে আসবেন ক্লাবের পক্ষ থেকে মাস্ক দিয়ে সচেতন ও করা হবে। এছাড়া প্রশাসনিক এর কাছে ও আমাদের আবেদন আমাদের পাশে থেকে সহযোগিতা করার জন্য অনুরোধ রাখেন।