থাইল্যান্ড বলে ১৪ রোহিঙ্গাকে টেকনাফে নামিয়ে দিলো দালাল চক্র
জাগরণ ডেস্ক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার
সাগরপথে মালয়েশিয়া যেতে একটি দালাল চক্রের সঙ্গে চুক্তি করেছিলো তারা। টাকা পরিশোধের পর গোপনে রাতের আঁধারে গত ২ নভেম্বর টেকনাফের কচুবনিয়া এলাকা থেকে ট্রলারে উঠে নারীসহ ১৪ রোহিঙ্গা। দুইদিন সাগরে ঘোরানোর পর গতকাল মঙ্গলবার ভোরে দালাল চক্রটি থাইল্যান্ড সীমান্তে পৌঁছানোর কথা বলে তাদেরকে টেকনাফের শাহপরীর দ্বীপ উপকূলে নামিয়ে দেয়। পরে সেখান থেকে তাদের উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা।
গতকাল সন্ধ্যায় গণমাধ্যমকে টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান,‘মঙ্গলবার সকালে জেলেদের দেয়া খবরে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঘোলারচর সংলগ্ন উপকূল থেকে ১৪জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।তাদের মধ্যে ৯ পুরুষ ও ৫ নারী। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মঙ্গলবার দুপুরে নিজ নিজ ক্যাম্পে পাঠিয়ে দেয়া হয়েছে ।’
উদ্ধার হওয়া রোহিঙ্গারা হলেন- উখিয়ার জামতলী রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ ইয়াছিন(২২), বালুখালী ক্যাম্পের মো.ইসলাম (২৬), বিবি খদিজা(১৮) থ্যাংখালী ক্যাম্পের খাইরুল আমিন (১৮),নুর বাহার (১৮), আনোয়ারা বেগম (১৮),মোহাম্মদ রহিম উল্লাহ (১৬),জাকের আহমদ (১৯) কতুপালং ক্যাম্পের সাইদুল আমিন (১৯),তার ভাই মোহাম্মদ সুলতান (৪৫),ফরিদুল আলম (১৮) মধুরছড়া ক্যাম্পের খুরশিদা (১৮),রফিজা (১৮) টেকনাফ নয়াপাড়া ক্যাম্পের মোহাম্মদ হোসেন (১৭)।
জিজ্ঞাসাবাদে রোহিঙ্গারা জানান,কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি/৫ ব্লকের মো.আইয়ুব আলী নামে এক দালাল (মোবাইল নম্বর-০১৮৫০-৪৮৮১৭৬)জনপ্রতি ১০ হাজার টাকার বিনিময়ে তাদের মালয়েশিয়া নিয়ে যাচ্ছিল। পরে বিজিবির হাতে পড়ার পর তারা বুঝতে পারেন,তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
সাইসে/আরআই/সাইসে