শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

উৎকর্ষ বাংলার স্মারকলিপি প্রদান

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৪০ পিএম, ৬ নভেম্বর ২০২০ শুক্রবার

শ্রীকৃষ্ণ মাইতি, তমলুক, পূর্ব মেদিনীপুর: আজ মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প, বেকারত্ব দূরীকরণের দিশা দেখানোর এক অনবদ্য প্রয়াস হল উৎকর্ষ বাংলা। এই উৎকর্ষ বাংলা বিভাগের ট্রেনিং পার্টনাররা দীর্ঘ আট মাস করণা মহামারীর প্রকোপে আজ দিশা হারাতে বসেছে তাই তাদের কতগুলি সমস্যা আজ জেলার প্রজেক্ট ডাইরেক্টর, সমস্ত মহকুমা শাসক এবং জেলাশাসকের নিকট একটি আবেদন জমা  দিল। দীর্ঘ আট মাস আমাদের জেলাতে প্রায় 90 টি ট্রেনিং পার্টনার রয়েছে এবং প্রায় 7 হাজার বেকার যুবক যুবতী স্বপ্ন দেখতে শুরু করেছিল  কাজ পাবে , বেকারত্ব দূরীকরণ হবে কিন্তু আজ তা ধোঁয়াশার মধ্যে রয়েছে কি হবে তাদের সঠিক উত্তর দেওয়ার কেউ নেই আজ,  ট্রেনিং পার্টনার দীর্ঘ আট মাস ঘর ভাড়া, স্টাফেদের পেমেন্ট, ইলেকট্রিক বিল সব কিছু বহন করতে হচ্ছে ,দপ্তরে যোগাযোগ   করা যাচ্ছে না। অনলাইন ক্লাস এর ব্যবস্থা বা বিকল্প কিছু ব্যবস্থা করা যায় কিনা তার জন্য আবেদন জানাই। আমরা সবাই আবেদন জানাচ্ছি যেভাবে হোক চালু করার।