সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কান্দিতে সুফল বাংলা স্টলে আলু কিনতে লম্বা লাইন ক্রেতাদের

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:০৮ পিএম, ৬ নভেম্বর ২০২০ শুক্রবার

কান্দি: ভিক্টর ব্যানার্জীঃ
 বৈচিত্র্য পূর্ণ খাদ্য সামগ্রীর সম্ভার নিয়ে কান্দি রেগুলেটেড মার্কেট কমপ্লেক্সে সুফল বাংলা স্টলে 25 টাকা কিলো আলু কিনতে ক্রেতাদের লম্বা লাইন । মাথাপিছু প্রত্যেক ব্যক্তিকে তিন কিলো করে  আলু  দেওয়া হচ্ছে  সুফল বাংলা স্টল থেকে । বাজারের তুলনায় 15 টাকা কমে আলু দেওয়াতেই এখানে সাধারণ মানুষ লাইন দিয়ে আলু কিনছেন। এবং সুফল বাংলা  স্টলের সদস্যদের সহযোগিতায় ভিড় কমাতে পাঁচজন করে  ক্রেতাদের আলো দেওয়া হচ্ছে। গত 15 ই অক্টোবর উদ্বোধন করেন জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা, পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন বিভাগের পরিচালনায় ও পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেড এর অধীন সুফল বাংলার ষ্টল। কান্দি রেগুলেটেড মার্কেট কমপ্লেক্স মাঠে সংলগ্ন এলাকায় এই ষ্টল করা হয়েছে। চাষীর ফসল এবার সরাসরি  আপনার রান্নাঘরে পৌঁছে দিতে সরকারের এই প্রচেষ্টা। তাই এই উদ্যোগকে সাধুবাদ জানালেন সাধারণ শহরবাসী। বাজার থেকে কম দামে আলু কিনতে পেরে খুশি প্রকাশ করছেন সাধারণ মানুষেরা।