পুজো মিটলেও পর্যটকদের উৎসবের আবহ অটুট দিঘায়
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:২০ এএম, ৬ নভেম্বর ২০২০ শুক্রবার | আপডেট: ০৬:২০ এএম, ৬ নভেম্বর ২০২০ শুক্রবার

দেবী দুর্গা পাড়ি দিয়েছেন কৈলাসে। তবুও পুজোর রেশ কাটেনি আম বাঙালির মনে। রোজই কাতারে কাতারে ভিড় জমেছে সমুদ্র সৈকত দিঘাতে। ফলে লকডাউনের পর ঘুরে দাঁড়ানোর কিছুটা শক্তি পেয়েছে সৈকতের পর্যটন ব্যবসা। হাসি ফুটছে দিঘা এলাকার পর্যটন ব্যবসায়ীদের মুখে। তবে পুজোর ছুটিতে অতিরিক্ত ভিড় ঝুঁকি বাড়াচ্ছে কোভিড সংক্রামনের। স্বাস্থ্যবিধি ও সামাজিক বিধি শিকেয় তুলে এক শ্রেণীর পর্যটক মেতে উঠেছেন সৈকত উপভোগে।