বিভিন্ন দেশের সারি সারি টাকা সাজানো ফরাক্কার পানের দোকানে
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:৫৮ এএম, ৬ নভেম্বর ২০২০ শুক্রবার
অভিজিৎ মন্ডল:
জীবনে প্রত্যেকটা মানুষের একেকটা সখ থাকে। সখ আহ্লাদ ছাড়া মানুষের বাঁচা সম্ভব নয়।মানুষের কত রকমের না সখ হয়,তেমনি এক ধরনের সখ দেখা গেল ফরাক্কা বাজারে।বাড়ি ফরাক্কা ব্যারেজ কলোনীর বাসিন্দা রিজু ইসলাম সখ নিজের দেশ হক বা বিদেশের টাকা জোগাড় করা এবং ওই টাকা গুলো সাজিয়ে রাখা নিজের দোকানে।
রিজু বাবুর ফরাক্কার ব্যারেজ বাজারে একটি পানের দোকান আছে আর সেই পানের দোকানে সাজিয়ে রেখেছেন মোট ৫২টি দেশের টাকা সহ বিভিন্ন ধরনের খুচরো পয়সা আর সাজানো আছে ভারতের পুরোনো সময়ের টাকা,যেই টাকা গুলো এখন এই সময় দেখাই যায়না। রিজু বাবু বলেন,'ছোটো বেলা থেকেই তার সখ এই রকম টাকা গুলো জোগাড় করে সাজিয়ে রাখতে খুব ভালো লাগে এবং এখন কার সময় ছেলে মেয়েদের ভারতের পুরোনো সময়ের টাকা বা বাইরের দেশের টাকা দেখতে পেয়ে অনেক খুশিও হয়। রিজু বাবু দেশের পুরোনো টাকা বা বাইরের দেশের টাকা জোগাড় করে রাখা একটাই সখ,এই দোকানে বাইরে থেকে যারা আসে তারা এই সব দেখে খুব আনন্দ উপভোগ করেন বলে জানান তিনি।তার পাশাপাশি তিনি ১৮২ রকমের পানও বানাতে পারেন।