সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বকনিষ্ঠ নারী কংগ্রেস সদস্য ওক্যাসিও-করতেজ

আন্তর্জাতিক ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৪:৩৯ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

এক বছর আগে, নিজের পরিবারকে সাহায্য করার জন্য বারটেন্ডার হিসেবে কাজ করা ২৯ বছর বয়সী ওক্যাসিও-করতেজ মার্কিন কংগ্রেস ইতিহাসের সর্বকনিষ্ঠ  নারী সদস্য নির্বাচিত হয়েছেন। 

ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে মনোনীত হবার লড়াইয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী জো ক্রাউলিকে প্রাথমিক বাছাইয়ে পেছনে ফেলে চমক জাগানো করতেজ মার্কিন কংগ্রেস ইতিহাসের এই গৌরব অর্জন করেন। ১৪তম কংগ্রেসিয়াল স্ট্যাট নিউইয়র্কে ৭৪.৩ শতাংশ ভোটে ডেমোক্র্যাট প্রার্থী করতেজ তার নিকট প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের অ্যান্থনি পাপ্পাস কে পরাজিত করে ইতিহাসের পাতায় নিজের লেখান।

নিজের নির্বাচনি ইশতিহারে, উন্মুক্ত প্রচারনার সময় দেশটির নাগরিকত্ব ও অভিবাসন নিয়ন্ত্রন ব্যবস্থায় উদারতা, অবৈতনিক কলেজ, রাষ্ট্রীয় চাকরির নিশ্চয়তা, সার্বজনীন চিকিৎসা সেবা নিশ্চিতকরণ, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিধিমালা প্রণয়ন, অন্তর্বর্তী কারা-ব্যবস্থার অবসানের মত বিষয়গুলো তুলে ধরে নিজের রাজনৈতিক দূরদর্শিতা প্রমাণে আলোচিত হন করতেজ। 

ওকাসিও করতেজ ২০১৬ সালের বার্নি স্যান্ডার্সের প্রেসিডেন্ট প্রচারণার জন্য সংগঠক ছিলেন।

এস. খান