বিশ্ব নবী দিবস উপলক্ষে নাতে রাসুল বীরভূমের লোকপুর এলাকায়
সেখ রিয়াজুদ্দিন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ১ নভেম্বর ২০২০ রোববার
বিশ্ব নবী দিবস উপলক্ষে নাতে রাসুল বীরভূমের লোকপুর এলাকায়
সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম:- বিশ্ব নবী দিবস উপলক্ষে সমগ্র দেশের মানুষ যথাযথ মর্যাদায় দিনটা উদযাপন করেন গত ৩০শে অক্টোবর । আরবি মাসের ১২ই রবিউল আউয়াল হজরত মুহাম্মদ সাঃ জন্মগ্রহণ করেন, বিশ্ব মানবতার মুক্তির দিশারী তথা বিশ্ব নবী হিসেবে পরিচিত।।অন্য বছরের মতন এবারে মহা ধূমধাম আকারে বিশ্ব নবী দিবস পালিত হচ্ছে না বলে আগে ভাগেই বিভিন্ন মসজিদের পেশ ইমাম সহ ঈদে মিলাদুন্নবী কমিটির সদস্য গন ঘোষণা করেন। উল্লেখ্য বিভিন্ন প্রশাসনিক স্তরে এ বিষয়ে মিটিং করে সিদ্ধান্ত নেয়া হয়। বিশেষ করে করোনা আবহে এবছর প্রশাসনের নির্দেশ বড়োসড়ো কোন জমায়েত করা যাবে না, তাই নিয়মরক্ষার্থে পদশোভা সহ বিভিন্ন অনুষ্ঠান কাটছাঁট করে শুধু দোয়া প্রার্থনা,নাতে রাসুল ইত্যাদি ছোট ছোট অনুষ্ঠান করে সীমাবদ্ধ ছিল এবারের ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে বীরভূম জেলার খয়রাশোল ব্লকের বুধপুর গ্রামে বড় মসজিদের মধ্যে স্থানীয় কিছু কচিকাঁচাদের নিয়ে নাতে রাসুল অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারি সকলকে উৎসাহিত করতে বিভিন্ন স্তরে কোরআন শরীফ, জলের বোতল,হাদিস সংক্রান্ত বই ইত্যাদি পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন মসজিদের পেশ ইমাম মৌলানা নাজিম উদ্দিন আহমেদ,সেখ ফায়জুল ইসলাম এবং নাতে রাসুল এর সঞ্চালনা করেন সেখ আনারুল ইসলাম, এবং বিচারকের ভূমিকায় ছিলেন সেখ আব্দূল গনি,সেখ মনি,সেখ রূপক হোসেন প্রমুখ যুববৃন্দ। অংশগ্রহণকারি তারজুমা খাতুন, সোনিয়া খাতুন, ময়না খাতুন,নাজুফা খাতুন প্রমুখ কচিকাঁচাদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।