বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্ব নবী দিবস পালন বীরভূমের খয়রাশোলে

সেখ রিয়াজুদ্দিন

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ৩০ অক্টোবর ২০২০ শুক্রবার

বীরভূমের খয়রাশোলের বিভিন্ন এলাকায় জৌলুস হীন ভাবে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বিশ্ব নবী দিবস

সেখ রিয়াজ উদ্দিন,বীরভূম:-

বিশ্ব মানবতার মুক্তির দিশারী হিসেবে পরিচিত হজরত মুহাম্মদ সাঃ এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস আজ অর্থাৎ আরবী মাসের ১২ রবিউল আউয়াল। এই দিন টা ঈদে মিলাদুন্নবী অথবা নবী দিবস, হিসেবে পরিচিত।যিনি বিশ্ব নবী হিসেবে বিরাজমান।  বিশ্ব শান্তি মৈত্রী ও ভাতৃত্ব প্রচার করে বিশ্বে শান্তি শৃঙ্খলা সম্প্রিতি বজায় রাখার জন্য বার্তা দিয়ে গেছেন । সেই স্মরনে অন্যান্য বছর শোভাযাত্রা,কোরান তেলাওয়াত, মিলাদ মাহফিল, দুস্থদের অন্ন বস্ত্র বিতরণ নাতে রাসুল ইসলামিক ক্যুইজ ইত্যাদির আয়োজন করা হয় বিভিন্ন কমিটির উদ্যোগে ,। কিন্তু এবছর অতিমারি করোনা আবহে শোভাযাত্রা সহ বেশকিছু কর্মসূচি বাতিল করা হয়েছে প্রসাশনের নির্দেশে। সেই মোতাবেক ভীড় বা জমায়েত বেশি যেন না হয় । বীরভূম জেলার খয়রাশোল ব্লকের বিভিন্ন মুসলিম অধ্যুষিত গ্রামে নিয়ম রক্ষার্থে মুষ্টিমেয় কয়েকজন ব্যাক্তিবর্গের উপস্থিতিতে মিলাদ তথা দোওয়া প্রার্থনা করে যথাযথ মর্যাদায় দিনটা উদযাপন করা হয়। কাঁকরতলা থানার হজরতপুর গ্রামে অনুরূপ ভাবে ছোট্র্ একটি অনুষ্ঠানে দোওয়া প্রার্থনার চিত্র দেখা যায়। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হজরতপুর মসজিদের পেশ ইমাম সহ খয়রাশোল পঞ্চায়েত সমিতির সদস্য নির্মল পাল এবং স্থানীয় বাসিন্দা তথা বিশিষ্ট সমাজসেবী স্বপন সেন প্রমুখ ব্যাক্তিবর্গ। বর্তমান পরিস্থিতি ও আমরা উভয় সম্প্রদায়ের মানুষ যেমন পাশাপাশি বসবাস করি তেমনি একে অপরের উৎসব আনন্দ সুখ দুখ সব ক্ষেত্রেই সম্প্রীতির মেলবন্ধন ঘটিয়ে অনুষ্ঠান পালিত হয় --এদিনের অনুষ্ঠান সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে  উক্ত কথা গুলো বিস্তারিত ভাবে জানান স্থানীয় বাসিন্দা তথা বিশিষ্ট সমাজসেবী স্বপন সেন। 


 অন্যদিকে বিশ্ব নবী দিবস উপলক্ষে খয়রাশোল ব্লক তৃনমূল কংগ্রেসের যুগ্ম অবজারভার অরুণ চক্রবর্তী ও বিশ্ব নবীর কাজকর্ম কে সামনে রেখে এলাকায় শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখার জন্য অনুরোধ করেন এবং এলাকাবাসীদের বিশ্ব নবী দিবস উপলক্ষে শুভেচ্ছা জানান।