কোজাগরী লক্ষ্মীপূজায় মৃৎশিল্পীরা সংকটে
অভিজিৎ মন্ডল, ফারাক্কা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:৫৭ পিএম, ২৯ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ফরাক্কা-: কোজাগরী লক্ষ্মী পুজোর আগে অগ্নিমূল্য সবজির বাজার। শুধু সবজি বাজার নয় অগ্নিমূল্য ফলমূলের দামও।এক ঠাকুর বিক্রেতা জানান প্রত্যেক বছর যে ভাবে ঠাকুর বিক্রি হয় এই বছর আর তেমন ঠাকুর বিক্রি নেই সংকট এর মধ্যে ঠাকুর ব্যাবসায়ীরা। বিগত কয়েক বছরে এই রকম দাম হয়নি বলে দাবী ক্রেতাদের।খোলাবাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কিলো দরে আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা কিলো দরে। পেঁয়াজ আলুর সাথে পাল্লা দিয়ে দাম বেড়েছে অন্যান্য শাকসবজি এবং ফলমূলেরও। কমবেশি সব ধরনের সবজির দামই 100 টাকা ছুঁই ছুঁই।কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার বার বার দাম বেধে দেবার পর ও খুচরো বাজারে অগ্নিমূল দাম।