কংসাবতী ক্যানেলর পাড় ভেঙে জলমগ্ন গ্রাম
আব্দুল হাই; বাঁকুড়া
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
আব্দুল হাই, বাঁকুড়াঃ - কংসাবতী ক্যানেলের পাড় ভেঙে বিপত্তি। বুধবার ভোর পাঁচটা নাগাদ ক্যানেলের একাংশ ভেঙে জল হু হু করে ঢুকতে শুরু করে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জগন্নাথপুর অঞ্চল ও উত্তরবাড় অঞ্চলের মধ্যবর্তী এলাকা জরকা গ্রামে।বিঘার পর বিঘা ধানের জমি জলের তলায়। প্রচুর পরিমাণ ক্ষতির আশঙ্কা করছেন এলাকার কৃষকরা। এই ঘটনার খবর পেয়ে জয়পুর ব্লক তৃণমূল. জগন্নাথপুর ও উত্তরবাড় অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ছুটে যান। ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। নিরাশ্রয় অসহায় পরিবার গুলিকে অন্য জায়গায় নিয়ে আসা হয় এবং তাদের খাবারের ব্যবস্থা করা হয়। জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়ামিন সেখ বলেন. ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। প্রত্যেকেই সরকারি ভাবে সাহায্য পাবেন। তিনি আরো বলেন প্রত্যেকের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।