দুস্থ অসহায় মানুষের পাশে অনাথ আশ্রম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:১০ পিএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার
শ্রীকৃষ্ণ মাইতি, ভগবানপুর, পূর্ব মেদিনীপুর : বিশ্বআজ করোনা মহামারীর প্রকোপে স্তম্ভিত, আর সেই চরম মুহুর্তে গ্রামের অসহায়, কর্মহীন মানুষজনের পরিবার গুলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, প্রাণের উৎসব, দুর্গোৎসব আজ তাদের কাছে ম্লান। সেই সব অসহায় প্রায় চার শতাধিক শিশু, পুরুষ, মহিলা ও বৃদ্ধ বৃদ্ধাদের নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় এলাকায় মহামারীর বিরুদ্ধে প্রাণ পন বাজি রেখে মহান কাজে নিযুক্ত কোভিড যোদ্ধাদের ডাক্তার রবীন্দ্রনাথ জানা, ডাক্তার জ্যোতির্ময় সাহা, ডাক্তার তাপসা নন্দ মাইতি, ডাক্তার শচীন্দ্রনাথ জানা ও স্থানীয় আশা কর্মী কে স্মারক, পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করলেন ভগবানপুর 2 নম্বর ব্লকের পাঁউশী অন্তদয় অনাথ আশ্রম। সহযোগিতায় সমর্থিত ওয়েলফেয়ার সোসাইটি ব্যারাকপুর।
আজকের এই দিন প্রসঙ্গে আশ্রমের সম্পাদক ও কর্ণধার শ্রী বলরাম করণ মহাশয় বলেন আজ সপ্তমীর পূণ্য লগ্নে প্রত্যন্ত গ্রামের সকল স্তরের মানুষের এক মুঠো হাসি ও মহামারীর সময় নিজের পরিবারের ও জীবন বাজি রেখে যারা আজ সমাজ সেবা ব্রত, উনাদের সম্মানিত করতে পেরে ধন্য আমরা, উনাদের নিকট ঋণী আমরা।