বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিশুদের নতুন পোশাক দিল যুবকরা

শিশুদের নতুন পোশাক দিল যুবকরা

অরিজিৎ মাইতি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৪০ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

অরিজিৎ মাইতি, নন্দকুমার; পূর্ব মেদিনীপুরঃ করোনায় অর্থনৈতিক সংকটের কারনে অসহায় দিন কাটাচ্ছেন বহু মানুষ। সেই সমস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এলো পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত চক্চাঁদপোতা গ্রামে কয়েক জন যুবক। গিরিধারী সামন্ত, শ্রীকৃষ্ণ মাইতি, শ্রীমন্ত সাহু, অভিজিৎ গুছাইৎ, গোপাল সামন্ত প্রমুখ। পুজোয় শিশুদের এক চিলতে হাসি ফোটাতে তাদের এই উদ্যোগ। বৃহস্পতিবার এলাকার ৪০টি অসহায় শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন এই যুবকেরা। তাদের পাশে দাঁড়িয়েছেন পঞ্চায়েত সদস্য থেকে এলাকায় বিশিষ্ট ব্যক্তিজনেরা। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চক্চাঁদপোতা গ্রামের পঞ্চায়েত সদস্য গোবিন্দ সামন্ত জানিয়েছেন,পাশে আছে বন্ধু এরা সব সময় সামাজিক কাজ করে থাকে। আগামী দিন এই ভাবে কাজ করবে আশা রাখছি।এর পাশাপাশি তিনি বলেন, মহাষষ্ঠীতে আমাকে থাকার জন্য বলা হয়েছিল।তাই আমি থাকার চেষ্টা করছি। এছাড়াও উপস্থিত ছিলেন সামন্ত ও বিশ্বজিৎ গুছাইৎ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এলাকার মানুষ এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।