রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভাঙ্গন কবলিত এলাকা মানিকচকের একশোরও বেশি শিশুকে পোশাক বিলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৩২ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

মালদা,  

সাংবাদিকদের সংগঠন মালদা প্রেস এন্ড ফটোগ্রাফারস্ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভাঙ্গন কবলিত এলাকা মানিকচকের একশোরও বেশি শিশুকে পোশাক বিলি করা হল ।খাওয়ানো হলো মাংস , ভাত । মঙ্গলবার সকালে মানিকচক ব্লক প্রশাসনের কমিউনিটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল , মানিকচক থানার ওসি গৌতম চৌধুরী,  ছিলেন ওই সাংবাদিক সংগঠনের সভাপতি সৌম্য দে সরকার, সম্পাদক রনজিত দাস, কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদ সহ অন্যান্য সদস্যরা।

এদিন ব্লক প্রশাসনের কমিউনিটি হলে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের উত্তরীয় পরিয়ে , পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয় । তারপরই সংক্ষিপ্ত একটি অনুষ্ঠানের মাধ্যমে একশোরও বেশি দুঃস্থ শিশুদের মধ্যে পোশাক বিলির উদ্যোগ নেওয়া হয়। এই অনুষ্ঠান শেষ হওয়ার পর সংশ্লিষ্ট এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে শতাধিক শিশু ও তাদের পরিবারের জন্য দুপুরের খাওয়ানোর আয়োজন করা হয়। মেনুতে রাখা হয়েছিল ডাল , ভাত , পনির সবজি, ভাজা,  খাসির মাংস, মুরগির মাংস, মাছ, চাটনি, মিষ্টি।