সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মদ দোকানের লাইসন্সে বাতিলের দাবীতে তমলুকের রত্নালীতে মিছিল

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:২৪ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

অরিজিৎ মাইতি, পূর্ব মেদিনীপুরঃ

 তমলুকের রত্নালীতে মদ দোকানের লাইসেন্স বাতিলের, দাবীতে দলমত নির্বিশেষে নাগরিকদের গড়ে ওঠা মদ বিরোধী নাগরিক কমিটি রত্নালীতে বিক্ষোভ মিছিল করে এলাকার বাসিন্দারা।  তমলুকের রত্নালী এলাকায় দুটি লাইসেন্সপ্রাপ্ত মদ দোকান বন্ধের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন, প্রতিবাদ, গণস্বাক্ষর সংগ্রহ,মিটিং, মিছিল, নানান স্তরে ডেপুটেশন সহ বিভিন্ন ভাবে কর্মসূচি চলছে। এর দরুণ একটি মদের দোকান বন্ধি হয়েছে। আরেকটি মদ দোকান (সঙ্গম বার কাম রেস্টুরেন্ট,জেলা রেজিষ্ট্রী অফিসের বিপরীতে) বারেবারে খোলার চেষ্টা করছে। এলাকার মা-বোনেদের নিরাপত্তার স্বার্থে এবং আইন-শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সে জন্য তারা প্রশাসনের কাছে বারে বারে দাবি জানিয়ে এসেছে। এই দোকানটি বন্ধ করার জন্য। খবরে প্রকাশ, সম্প্রতি দোকানটি আবারও খোলার চেষ্টা করছে সমাজবিরোধীদের যোগসাজশে। এতে এলাকার জনগণ ব্যাপক ক্ষোভে ফেটে পড়ছে। কয়েকদিন আগে জেলাশাসক, আবগারি দপ্তর, থানায়, সি আই,এস ডি পি ও,এস পি, পৌরসভায় ডেপুটেশনও দিয়েছে এই কমিটি। 
  সম্প্রতি এ জেলার কাঁথির ভাজাচাউলিতে জনসাধারণের প্রতিবাদের দরুন একটি মদ দোকানের লাইসেন্স বাতিল করা হয়েছে,প্রশাসনের উদ্যোগে। এই প্রেক্ষিতে মদ বিরোধী নাগরিক কমিটির
যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম,সঞ্জয় কর, কমিটির কার্যকরী সদস্য নিতাই চন্দ্র প্রামাণিক, সূর্য চক্রবর্তী, নজরুল ইসলাম,গীতা কর, শিক্ষক শম্ভু মান্নরা বলেন আমরা প্রশাসনিক দপ্তরে বারেবারে ডেপুটেশন দিয়ে দাবি জানিয়েছি, এলাকায় মা-বোনেদের নিরাপত্তার স্বার্থে এবং আইন-শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সেই জন্য এলাকায় দীর্ঘ আন্দোলন প্রতিবাদ চলছে। বার বার দোকান খোলার চেষ্টায় জনগণ ক্ষুব্ধ। আমরা দাবি করছি, অবিলম্বে কাঁথির মতো রত্নালীর মদ দোকানের লাইসেন্স অবিলম্বে বাতিল করা হোক। দোকানটির লাইসেন্স বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।