টিকরাপাড়া রেনবো এথ্যালেটিক্স ক্লাবে রোমের ঐতিহাসিক স্থাপত্য
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ১৮ অক্টোবর ২০২০ রোববার
শ্রীকৃষ্ণ মাইতি, পূর্ব মেদিনীপুরঃ
গত কয়েক মাস ধরে চলমান করোনা পরিস্থিতিতে থমকে গেছে সমগ্র বিশ্ববাসী । এরই মাঝে এসে হাজির বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব । করোনা মহামারী পরিস্থিতিতে কিভাবে পুজো করা সম্ভব!তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন, ছোট-বড় পুজো কমিটির উদ্যোক্তারা।তাদের সেই চিন্তা দূর করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা সমস্ত সরকারি বিধি নিষেধ মেনে পালিত হবে শারদ উৎসব।মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা শোনামাত্রই পুজোর আয়োজন তোড়জোড় শুরু করে দিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার টিকরাপাড়া রেনবো এ্যাথলেটিক্স ক্লাব। এ বছর তাদের পুজো আঠারো তম বর্ষে পদার্পণ করলো।আঠারো তম বর্ষে তথা করোনা পরিস্থিতিতে টিকরাপাড়া রেনবো এ্যাথলেটিক্স ক্লাবের ভাবনা রোমের ঐতিহাসিক স্থাপত্য "ভিক্টোর ইমানুয়েল"। ক্লাবের সম্পাদক স্বপন মাইতি বলেন,করোনা পরিস্থিতির জন্য সবার রোজগার বন্ধ। তাই গত বছরের তুলনায় ৩০ শতাংশ বাজেটে ১২ লক্ষ টাকা নিয়ে পূজোয় নেমেছেন। পূজোর দিনগুলোতে থাকছে দুস্থ ছেলেমেয়েদের পোশাক বিতরন, ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সামগ্রিক প্রদান , বৃক্ষরোপণ কর্মসূচির।