বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অসহায় দুঃস্থ মানুষদের হাতে বস্ত্র দিচ্ছেন মল্লভূম প্রয়াস কর্মীরা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ১৮ অক্টোবর ২০২০ রোববার

আব্দুল হাই, বাঁকুড়াঃ -

অসহায় মানুষদের পাশে দাড়িয়ে মানবিকতার পরিচয় দিচ্ছেন মল্লভূম প্রয়াসের কর্মীরা ।বাঁকুড়া জেলার মল্লভূম প্রয়াস নামে সংস্থার সদস্যরা অসহায় দুঃস্থ দীন দরিদ্র সাধারন মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিচ্ছেন তারা । বর্তমান কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে যখন গোটা বিশ্বের মানুষ দিশেহারা হয়ে পড়েছেন আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে । এমতাবস্থায় কাজ হারিয়ে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে শহর থেকে গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষগুলোকে । তাছাড়া সামনেই আসছে দুর্গোৎসব পেটে খাবার জোটে না তার ওপর পুজোতে ছেলেমেয়ে এবং বাড়ির আত্মীয় স্বজনদের নতুন জামা কাপড় কি করে আসবে , এমতাবস্থায় সেই সমস্ত অসহায়-দুস্থ সাধারণ মানুষ গুলোর কথা চিন্তা করে এগিয়ে এসেছেন " মল্লভূম সংস্থার সদস্যরা । তাদের নিজেদের উদ্যোগে বিষ্ণুপুর থানার বেলশুলিয়া অঞ্চলের লোটিহীড় গ্রামের ৭০ জন আদিবাসী মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হল। পুজোর আগে নতুন জামা কাপড় পেয়ে দারুণ খুশি আদিবাসী মা, বোনেরা । তাদের এই উদ্যোগকে আমরাও কুর্নিশ জানাই । 

 

আদিবাসী মা, বোনেরা বলেন, কাজ নেই আর্থিক অনটনের মধ্যে রয়েছি তার ওপর সামনে পুজো এখান থেকে নতুন বস্ত্র পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত । এই পোশাক পড়ে পুজোতে ঘুরতে পারবো তাদের এই উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই । 

 

মল্লভূম প্রয়াসের এক কর্মী বলেন, করোনাময় পরিস্থিতিতে অনেকে কাজ হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন খেতে পারছেনা সংসার চলছে না জামা কাপড় কিনতে পারছেন না এমতাবস্থায় আমরা যদি তাদের পাশে দাঁড়াতে পারি তাহলে তারা উপকৃত হবেন , এই চিন্তা ভাবনা থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান। এছাড়াও আরো বলেন আমরা সারাবছর মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।