চলে গেলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:০৫ পিএম, ১৭ অক্টোবর ২০২০ শনিবার
আব্দুল হাই, বাঁকুড়াঃ -
চলে গেলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির প্রাক্তন কেন্দ্রীয় কমিটির সদস্য তারাপ্রসন্ন ব্যানার্জী। বাঁকুড়া জেলার সোনামুখী থানার ধুলাই অঞ্চলের গোপিকান্ত পুরের নিজ বাসভবনে ১৭ ই অক্টোবর পরলোক গমন করেন। পলাশ ডাঙা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন সহ প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘ কর্মজীবনে বহু কৃতি ছাত্র - ছাত্রীর সাফল্যে তাঁর অবদান উল্লেখযোগ্য। শিক্ষক আন্দোলনকে প্রসারিত করার পাশাপাশি এলাকায় বহু বিদ্যালয় স্থাপনে তাঁর অগ্রনী ভূমিকা ছিল। সি পি আই এম সোনামুখী জোনাল কমিটির প্রাক্তন সদস্য হিসেবে সোনামুখী থানার বামপন্থী পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। ধুলাই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য হিসেবে সমাজসেবি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সোনামুখী জোনের দীর্ঘ ১৮ বছর সম্পাদক, বাঁকুড়া জেলা শাখার সহ সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে বামপন্থী শিক্ষক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫। এলাকার জনপ্রিয় শিক্ষক, সংস্কৃতি প্রেমী, অজাতশত্রু বামপন্থী এই মানুষটির মৃত্যু সংবাদে এলাকায় নেমে আসে শোকের ছায়া। তাঁর প্রয়াণে গভীর শোকজ্ঞাপন করেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইন। তিনি বলেন, শিক্ষা - শিক্ষক আন্দোলনে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। আমরা একজন অভিভাবককে হারালাম। পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই। জেলা সম্পাদিকা অস্মিতা দাশগুপ্ত তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করে বলেন, আমরা সমিতির একজন একনিষ্ঠ সৈনিককে হারালাম। তাঁর লক্ষ্য ও আদর্শে অবিচল থেকেই আমরা এগিয়ে যাব। তাঁর বাসভবনে ধুলাই অঞ্চলে মরদেহতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সমিতির জেলা সভাপতি অতনু বন্দোপাধ্যায়, শিক্ষকনেতা মনোরজ্ঞন চোংরে, রামপ্রসাদ বিশ্বাস, জীবানী মুখার্জী প্রমুখ।