করোনা যোদ্ধাদের বেধড়ক মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ১৭ অক্টোবর ২০২০ শনিবার
দিন কয়েক ধরেই করোনা হাসপাতালে কাজ করলে গ্রামে ঢুকতে দেওয়া হবে না এমন হুঁশিয়ারি দেওয়া ছিল গ্রামবাসীদের পক্ষ থেকে। এরপর বৃহস্পতিবার মেদিনীপুর শহর সংলগ্ন করোনা হাসপাতাল আয়ুসে কাজ শেষ করে নিরাপত্তারক্ষীরা গ্রামে ঢুকলেই তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গ্রামবাসীদের মারে আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর সদর ব্লকের কুলদা গ্রামে। প্রসঙ্গত মাস কয়েক আগে আয়ু হাসপাতালে কাজ করার জন্য বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীকে সামাজিক বয়কটের শিকার হতে হয় এই কুলদা গ্রামেই। পুলিশ ও জেলা স্বাস্থ্য দফতরের মধ্যস্থতায় সমস্যা মিটলেও বৃহস্পতিবারের ঘটনায় ফের নতুন করে উত্তেজনা ছড়িয়েছে গ্রামে। মারধরের পর আয়ুস হাসপাতালে কর্মরত নিরাপত্তারক্ষী ও গ্রুপ ডি কর্মীদের মতো করোনা যোদ্ধাদের হুঁশিয়ারি, হামলায় যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার না করা হলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে সমস্ত কাজ। বৃহস্পতিবার রাত থেকেই সমস্ত কাজ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতালে কর্মরত নিরাপত্তারক্ষীরা।
দোষীদের অবিলম্বে গ্রেফতারির দাবিতে মেদিনীপুর কোতোয়ালী থানা ঘেরাও করে ব্যাপক বিক্ষোভ দেখায় নিরাপত্তারক্ষীরা।
করোনা যোদ্ধাদের কেন মারধর, হেনস্থার শিকার হতে হচ্ছে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।