সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাগজ ও থার্মোকলের দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়েছে সঞ্জু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:২২ পিএম, ১৭ অক্টোবর ২০২০ শনিবার

সংবাদদাতা,  মালবাজার ,

পরিত্যক্ত  কাগজ  থার্মোকল ব্যবহার করে দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়েছে মাল শহরের তরুণ প্রতিভা সঞ্জু সরকার। শহরে ১ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ কলোনিতে সঞ্জু সরকারের বাড়ি। এলাকার তরুনের উদ্যোগের প্রশংসা করেছেন ওয়ার্ডের কো-অর্ডিনেটর সান্ত্বনা দাস।  
রামকৃষ্ণ কলোনির সঞ্জু সরকার বর্তমানে শান্তিনিকেতন থেকে ফ্যাশন ডিজাইনারের কোর্স করছেন। ছবি আঁকা ফ্যাশনের নানা শিল্পকর্মে নিয়েই তার দিন চলে যায় এবার সঞ্জু কাগজ এবং থারমোকল দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেছেন।  বছর চব্বিশের সঞ্জু বলেন অনেকেই কাগজ থারমোকল ফেলে দেয় আমি সেগুলো ব্যবহার করেই দেড় ফুট উচ্চতার দুর্গা প্রতিমা তৈরি করেছি আমি মনে করি অনেক অব্যবহৃত সামগ্রী ও শিল্পকর্মের কাজে ব্যবহার করা যেতে পারে সঞ্জুবাবা সন্তোষ সরকার পাশের একটি চা বাগানের অস্থায়ী কর্মী। মা শিখা সরকার গৃহবধূ। বোন সংগীতা সরকার একাদশ শ্রেণির পড়া ছাত্রী।   মা শিখা সরকার বলেন ও সারাদিনই নানা শিল্প কাজে ব্যস্ত থাকে আমরাও কে উৎসাহ দিই রামকৃষ্ণ কলোনির বাসিন্দা তথা এক নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সান্তনা দে দাস বলেন,  আমরা সঞ্জুকে ছোট থেকেই দেখেছি ও বরাবরই নানা শিল্প কাজে উৎসাহ দেখায় এবার দারুন দুর্গা প্রতিমা তৈরি করেছে। ওর ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করি। 
সঞ্জুর এই শিল্পকর্ম অনেকেই তাক লাগিয়েছে।