সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

১ ওভারে এলো ৪৩ রান!

স্পোর্টস ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০২:৫১ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার

লিস্ট এ ক্রিকেটে এক ওভারে সবচেয়ে বেশি ৪৩ রান দিয়ে সবচেয়ে বেশি রান দেয়ার নতুন এক রেকর্ড গড়ে সাড়া ফেলে দিয়েছেন ২১ বছর বয়সী মিডিয়াম পেসার উইলেম লুডিক।

নিউজিল্যান্ডের ঘরোয়া লীগের নর্দান ডিস্ট্রিক্টসের বিপক্ষে এই খরুচে ওভার করেন সেন্ট্রাল ডিস্ট্রিক্টসে খেলা এই ক্রিকেটার।
লুডিকের ওপর দিয়ে এই তাণ্ডব চালিয়েছেন দুই ব্যাটসম্যান জো কার্টার ও ব্রেট হ্যাম্পটন। 

লুডিকের করা প্রথম বলে হ্যাম্পটন চার মারেন। পরের দুটি নো বলে ছক্কা মারার পর বৈধ ডেলিভারি তিনি আবারো ছক্কা মারেন, তাতে ২ বলেই ২২ রান দিয়ে ফেলেন লুডিক! এরপর তৃতীয় বৈধ বলে হ্যাম্পটন ১ রান নিলে স্ট্রাইকে আসেন কার্টার। পরে তার ব্যাট থেকে শেষ ৩ বলে টানা ৩ ছক্কা আসলে ১ ওভারে ৪৩ রান দেন লুডিক।

আরএস 

এই ব্যয়বহুল ওভারে লুডিক দুই ব্যাটসম্যানের কাছে ৬টি ছক্কার মার হজম করেছেন, লিস্ট এ ক্রিকেটে যা দ্বিতীয়বারের মতো ঘটল। এর আগে ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডের ড্যান ভ্যান বানগের বিপক্ষে ওভারে ছয় ছক্কা মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস। গিভসের ওই ঝড়ের পর ড্যান ভ্যান বানগে আর বোলিংয়ে আসেননি। তার বোলিং ফিগার ছিল ৪-০-৫৬-০। 

লুডিকের এই রেকর্ডে লজ্জা থেকে মুক্তি মিলেছে বাংলাদেশের আলাউদ্দিন বাবুর। কারণ লিস্ট এ ক্রিকেটে ৩৯ রান দিয়ে সবচেয়ে ব্যয়বহুল ওভারের মালিক এতদিন তিনি ছিলেন। 

২০১৩ সালের ১ অক্টোবর মিরপুরের মাঠে আবাহনীর হয়ে খেলতে নামা আলাউদ্দিন বাবুকে তুলোধুনো করেছিলেন ধানমণ্ডি ক্লাবের হয়ে খেলা জিম্বাবুয়ের অলরাউন্ডার এল্টন চিগাম্বুরা।