সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিলচর - গুয়াহাটি ট্রেন ২০ অক্টোবর থেকে চালু হচ্ছে

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:২৫ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

অবশেষে শিলচর - গুয়াহাটির মধ্যে যাত্রীট্রেন চালু হচ্ছে । এমর্মে মঙ্গলবার রেলবাের্ড থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে । শিলচর - গুয়াহাটি নয় সারা দেশে বেশ কিছু ‘ ফেস্টিভাল স্পেশাল ’ চালানাে রেল বাের্ডের ডেপুটি ডাইরেক্টর / কোচিং বিবেক কুমার সিনহা স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে , “ ফেস্টিভাল স্পেশাল ট্রেনগুলি আগামী ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলাচল করবে । উত্তরপূর্ব সীমান্ত রেলের অধীনে মােট ৭ জোড়া ট্রেন চলবে । এরমধ্যে রয়েছে শিলচর - গুয়াহাটি ০৫৬১১/০৫৬১২ ট্রেন । তবে এই ট্রেন সপ্তাহে তিনদিন চলবে । জানা গেছে , পূর্বের শিলচর - গুয়াহাটি এক্সপ্রেসের সময়সারণি অনুসারেই ট্রেনটি চলাচল করবে । শিলচর - গুয়াহাটির মধ্যে ট্রেন পরিষেবা চালুর জন্য শিলচরের সাংসদের তরফে এবং বিভিন্ন মহল থেকে দাবি উত্থাপিত হয়েছে । তবু রেল বিভাগ সাড়া দেয়নি । এবার ‘ ফেস্টিভাল স্পেশাল ’ হিসেবে কিছুদিনের জন্য শিলচর - গুয়াহাটির মধ্যে ট্রেন চালু হলে জনগণ কিছুটা হলেও স্বস্তি লাভ করবেন ।