রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পুজোর আর মাত্র কটা দিন এখনও ডাক এলো না, দুশ্চিন্তায় ইন্দাসের ঢাকি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:২২ পিএম, ১৪ অক্টোবর ২০২০ বুধবার

আব্দুল হাই, বাঁকুড়াঃ -

বাঙালির উৎসবে অন্যতম উপকরণ বাদ্য। তার মধ্যে ঢাক অন্যতম। এই করোনা আবহে ঢাক শিল্পীদের দুর্বিষহ অবস্থা। অন্যান্য বছর উৎসবের মরসুমে তারা বিভিন্ন মন্ডপে ঢাক বাজিয়ে মানুষকে আনন্দদান করার সঙ্গে সঙ্গে নিজেদের রুটি রুজি ব্যবস্থা করে যা তাদের সারা বছরের দিন - যাপন হয়। এক্ষণে তারা বড় অসহায় এবং আর্থিক দিক থেকে বিপর্যস্ত। এই সকল প্রান্তিক শ্রেণির মানুষের জীবন যন্ত্রণা এই করোনা আবহে আরও মারাত্মক রুপ ধারণ করেছে। অন্ন চিন্তা চমৎকারয় আজ তারা শুধু দিশেহারা নয় নিজের বৃত্তি পরিত্যাগ করে কেউ ফুটপাতে, কেউ লোকের বাড়িতে, কেউ ভ্যান টেনে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করে চলেছে। এদের সর্বব্যাপী আর্থিক বিপর্যয় সংসারে অভাব অনটন প্রচন্ড ভাবে বাড়িয়ে তুলেছে। এই দুঃস্থ ঢাক শিল্পীদের যারা ঢাকের বোলে মানুষকে আনন্দ ও তৃপ্তি দিতেন তারা আজ কর্মহীনতার যাঁতাকলে বন্দী ।