ঢাকায় যানজট নিরসণে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সহায়তা নেবে সরকার
জাগরণ ডেস্ক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০২:৩৮ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার
রাজধানীতে যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সহযোগিতা গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা থেকে মঙ্গলবার (৬ নভেম্বর)বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) এ ব্যাপারে একটি চিঠি দেওয়া হয়। চিঠিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে মাসে একদিন রাস্তা পারাপারের মহড়ার বিষয়ে ইউজিসিকে অনুরোধ জানায় শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের উপসচিব জিন্নাত রেহানার স্বাক্ষরিত ওই চিঠিতে পাঁচটি পদক্ষেপের ব্যাপারে ইউজিসিকে অনুরোধ জানানো হয়। প্রস্তাবনা অনুযায়ী প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে ট্রাফিক সার্কুলেশন বা যানবাহন সরবরাহের একটি সুষ্ঠু পরিকল্পনা প্রস্তুত করতে হবে। ট্রাফিক সার্কুলেশন প্ল্যান নোটিশ বোর্ডে প্রকাশ্য স্থানে টানানো থাকবে এবং এ সম্পর্কে সবাইকে অবগত করতে হবে। এছাড়া শিক্ষক-কর্মচারীদের সহায়তায় দিনের শুরু এবং শেষে প্রতিষ্ঠানে প্রবেশ ও বের হওয়ার সময় শিক্ষার্থীরা এই নির্দেশনা অনুসরণ করছে কিনা তা নিশ্চিত করা হবে। পাশাপাশি প্রতি মাসে একবার রাস্তা পারাপারের মহড়া করার প্রস্তাবও করা হয়েছে চিঠিতে। এই পরিকল্পনায় সংশ্লিষ্ট এলাকার ট্রাফিক পুলিশের সহায়তা নেওয়া যেতে পারে বলেও জানানো হয়েছে চিঠিতে।
উল্লেখ্য, ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত গত ১৬ আগস্টের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।
সাইসে/আরআই/সাইসে