বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

৮ বছরেও চালু হলো না মৎস্য বাজার ইংরেজবাজার রেগুলেটেড মার্কেটে

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৪৯ পিএম, ১৪ অক্টোবর ২০২০ বুধবার

মালদা: প্রায় ৮ বছর কেটে গেলেও সমস্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও ইংরেজবাজার রেগুলেটেড মার্কেটে চালু হলো না মৎস্য বাজার। এই নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন মালদা জেলার রেগুলেটেড মার্কেট মৎস্য ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা। এই নিয়ে বুধবার আম বাজার এলাকায় সংগঠনের উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। আলোচনা সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের সম্পাদক সমীর ঘোষ জানান,  এই মার্কেটে সমস্ত রকম পরিকাঠামো তৈরি রয়েছে। অথচ রথবাড়ি মাছ মার্কেটের জরাজীর্ণ অবস্থা, ভেঙে পড়ছে চাঙ্গর। ছোট মার্কেট হাওয়াই সেখানে করোনা আবহে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। অথচ এই মার্কেটের সমস্ত রকম পরিকাঠামো থাকা সত্ত্বেও মাছের বাজার চালু করা হচ্ছে না। ব্যবসায়ীরা কেউ ব্যাংক থেকে আবার কেউ অন্য কোথাও থেকে ঋণ করে এই মার্কেটের সেট গুলি কিনেছেন।