বিজেপির কৃষি আইনের বিরুদ্ধে জেলা জুড়ে বিক্ষোভ কৃষকদের
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:২৩ পিএম, ১৪ অক্টোবর ২০২০ বুধবার
অরিজিৎ মাইতি, পূর্ব মেদিনীপুরঃ১৪ অক্টোবরঃ
বিজেপি সরকারের কৃষক নিধনকারী কৃষি আইন বাতিল, কৃষকের ফসলের ন্যায্য দাম এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের রেলসহ সরকারি সম্পত্তিকে বেসরকারিকরণ রুখতে বুধবার সারা ভারত কিষান ও ক্ষেতমজদুর সংগঠনের উদ্যোগে প্রতিরোধ দিবস পালিত হচ্ছে। সেই উপলক্ষে রাধামণি হাইরোড বাইপাসে সারাদিনের অবস্থান-বিক্ষোভ চলে।এবং আইনের প্রতিলিপি পোড়ানো হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন এ আই কে কে এম এস-এর জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য প্রবীর প্রধান, জেলা কমিটির সদস্য শিশির বেরা,অশোক পাত্র প্রমূখ।
প্রবীর বাবু বলেন, কৃষিপন্য, খাদ্য, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দেশি-বিদেশি পুঁজির হাতে তুলে দেওয়া বিজেপির কালা কৃষি আইন-এর বিরুদ্ধে আজ এ আই কে কে এম এস এর ডাকে সারা ভারত কিষান প্রতিরোধ দিবস পালিত হচ্ছে।এর পাশাপাশি তিনি বলেন পূর্ব মেদিনীপুর জেলার রাধামনি, নোনাকুড়ি, নন্দকুমার,কাঁথি,ময়না,কোলাঘাট, এগরা,পাঁশকুড়া সহ ১৫টি জায়গায় এই প্রতিরোধ দিবস পালিত হচ্ছে। সরকারের এই কৃষিনীতি বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।